বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অমরাবতি’র বাগান প্রতিযোগিতা (সব্জি বাগান) ২০২২

রাশিয়া খাতুনঃ বাংলাদেশে বসবাসরত সকল অমরাবতিয়ানদের জন্য অমরাবতি’র বিশেষ বাগান প্রতিযোগিতার (সব্জি বাগান) আয়োজন করা হচ্ছে।

বাগান প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য তারিখ হচ্ছে ২০শে ফেব্রুয়ারী থেকে ২০শে মার্চ পর্যন্ত। ইতিমধ্যে অনেকেই অংশ গ্রহণ করেছেন। এখন ও সময় রয়েছে অংশগ্রহণ করার। প্রতিযোগিতায় দুটো ক্যাটাগরি থাকছে—-

(১) নিজ বাসা/ বাড়ীর বাগান ।তা হতে পারে বাড়ী বা বাসার সামনের বা পিছনের বাগান কিংবা বাড়ীর বিছরা বাগান (সব্জি চাষের বিছরা)।দুই, নিজ বাড়ী বা বাসার সাদ বাগান,ব্যালকনি, কিংবা টব বা বাস্কেটে লাগানো সব্জি বাগান ।তবে কোন অবস্থাতেই কোন বাণিজ্যিক সব্জি বাগান গ্রহণ যোগ্য নয় ।প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়মাবলী—-

(১) অমরাবতির সদস্য বা সদস্যা যে কেউ (বাংলাদেশের) অংশ গ্রহণ করতে পারবেন ।আবার অমরাবতির সদস্য নয়, এ রকম কেউ অংশ গ্রহণ করতে পারবেন না ।তবে এ সময়ের ভিতরে সদস্য হয়ে যে কেউ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।

(২) বাগান প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নাম রেজিস্ট্রেশন করতে হবে ।তবে রেজিস্ট্রেশনের বেলায় ১০০টাকা ফিস নির্ধারণ করা হয়েছে ।এ ব্যাপারে অমরাবতির (বাংলাদেশের) প্রধান সমন্বয়ক ডাঃ খূর্শিদা তাহমিনের বিকাশ নম্বরে ফিস জমা রেখে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।

তবে ফিসের ব্যাপারে কারো সমস্যা থাকলে ডিসকাউন্টের জন্য প্রধান সমন্বয়ককে জানাতে পারেন ।ফিস জমা রাখার জন্য বিকাশ নম্বর হচ্ছে—০১৭১৭২৭৯০৭৬। বিকাশের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে নাম দিবেন ।দুই, একই ব্যক্তি দুটো ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন। তবে তাঁর জন্য আলাদা আলাদা ফিস প্রদান করতে হবে। এ ক্ষেত্রে কোন প্রকার ডিসকাউন্টের অনুরোধ গ্রহণ যোগ্য নয়।

(৩) প্রতিযোগিতায় অংশ গ্রহণের বেলায় নিজ বাসা বা বাড়ীর বাগান হতে হবে। অন্যের বাগান দিয়ে অংশগ্রহণ কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।তা করা হলে তা হবে নিন্দনীয় অপরাধ। তার জন্য হয়তো অমরাবতির মেম্বারশিপ বাতিল হতে পারে।যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন —
# প্রথমেই নিজ নাম ও ক্যাটাগরি উল্লেখ  করে দুই মিনিটের ভিডিও এবং সাথে চার-পাঁচটি ছবি দিয়ে অমরাবতিতে পোস্ট করবেন। ভিডিওতে কোন মিউজিক চলবে না তবে দেখানোর জন্য কথা বলতে পারেন। যিনি পাঠাবেন তাঁর নাম থাকলে ভালো হয়।একিই ব্যক্তি দুই ক্যাটাগরিতে অংশগ্রহণের বেলায় আলাদা আলাদা পোস্ট করতে হবে। একসাথে গ্রহণ যোগ্য নয়।পুরস্কার–অমরাবতির সব্জি বাগান প্রতিযোগিতার পুরস্কার হচ্ছে—-

ক্যাটাগরি এক,প্রথম পুরস্কার— একটি- ৩০০০টাকা ।দ্বিতীয় পুরস্কার—একটি -১৫০০টাকা ।
তৃতীয় পুরস্কার একটি-১০০০টাকা ।

ক্যাটাগরি দুই–প্রথম পুরস্কার —-একটি-৩০০০টাকা।
দ্বিতীয় পুরস্কার—একটি ১৫০০ টাকা ।তৃতীয় পুরস্কার একটি–১০০০টাকা ।পুরস্কার প্রদান করা হবে অমরাবতি অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডাইরেক্টরস বোর্ডের অন্যতম সদস্যা অধ্যাপিকা রেহানা খানম রহমানের সৌজন্যে ।বিস্তারিত জানতে যোগাযোগ করুন—
মোঃ শেবুল চৌধূরী(০৭৪২৫ ৬৫৮০৫৮) সুলতানা রহমান (০৭৪৩২-০৯৩০৫০) রাশিয়া খাতুন (০৭৮৯৬-১১৭৩৬১)
এছাড়া আরো যাঁদের সাথে যোগাযোগ করতে পারেন তন্মধ্যে—মাজেদা রওনক (ঢাকা)-০১৭১৬-৯১০৫২১
আহমেদ জিন্নুন দারা (সিলেট )
০১৭২৯–৫৩৩৯০৯রোটারিয়ান জামাল উদ্দিন (সুনামগঞ্জ)
০১৭২৭–৯২৯৩৪৯.

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024