শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেফতার হলেন এসআই, ফেনীতে স্বর্ণ লুটের মামলা

ফেনীতে ব্যবসায়ীর ২০টি সোনারবার লুটের মামলায় এস আই ফিরোজ আলমকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার রাতে তাকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়। এস আই ফিরোজ চট্রগ্রাম কোতওয়ালির ডিবিতে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পিবিআই পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম জানান, গত ৮ জুলাই ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় গোপাল কান্তি নামে চট্রগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পুলিশ কর্তৃক ২০টি সোনারবার লুটের ঘটনায় এসআই ফিরোজ ঘটনার সাথে সম্পৃক্ত ছিলো। তিনি আরো জানান, ঘটনার দিন এসআই ফিরোজ চট্রগ্রাম থেকে ফেনীর ডিবির ওসিকে তথ্য প্রদাণ করেন এবং মোট স্বর্ণ থেকে একটি ভাগ এসআই ফিরোজ পাবে বলে তাদের মধ্যে মধ্যস্থতা হয়ে ছিলো। এমন অভিযোগে তাকে নোয়াখালী হতে আটক করা হয়।
পরে বুধবার বিকেলে আটক এস আই ফিরোজ আলমকে ফেনীর জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024