বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘণ্টায় ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে- ওবায়দুল কাদের

আজ শুক্রবার সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ২০২২ সালের ডিসেম্বর মাসে বহুল কাংখিত মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল-এর সাথে বিআরটি প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারবেন।

মন্ত্রী বলেন, গাজীপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি জনগণের জন্য অনেক বিড়ম্বনা ও ভোগান্তির কারণ হয়েছে। এই সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। আমরা আশা করছি এ ভোগান্তি আর থাকবে না। বিআরটি প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৩.২৭ শতাংশ।
তিনি আরোও বলেন, বিআরটি প্রকল্পের জন্য গাজীপুরসহ উত্তরবঙ্গের মানুষ অনেক কষ্ট করেছেন। এখানে তাদের অনেক সমস্যা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় কষ্ট করেছেন। আশা করছি, সড়কে আগামী বর্ষাকালে এ ভোগান্তি আর হবে না। এ পথে বিআরটি চালু হলে দুই পাশে প্রতি ঘণ্টায় ২০ হাজার যাত্রী যাতায়াত করবে।

লিটন ফরাজী- মিশিগান প্রতিদিন

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024