শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি মাসে আসবে আড়াই কোটি টিকা: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার আড়াই কোটি ডোজ আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসে দেশে আড়াই কোটি করোনা টিকা আসবে। এর মধ্যে ২ কোটি সিনোফার্মের টিকা। আর ৫০ লাখ ফাইজারের টিকা। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কারিগরি পরামর্শক দলের অনুমোদন লাগবে। আমরা অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছি। পর্যাপ্ত টিকা আসলে ১২-১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। এদিকে গতকাল (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024