বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলন্ত ট্রেনের মধ্যেই জন্ম নিল নবজাতক সন্তান

সন্তান প্রসব করার জন্য কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন । কিন্তু ট্রেনে ওঠে প্রসব বেদনা। এরপর চলন্ত ট্রেনের মধ্যেই জন্ম নিল সেই নবজাতক সন্তান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আন্তঃনগর ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেসে।

বর্তমানে মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। ট্রেনটি রাজশাহী রেলেওয়ে স্টেশনে আসার পর মা ও নবজাতক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর উৎসুক জনতা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ওই মা ও নবজাতককে একনজর দেখার জন্য ভিড় জমায়।

সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের জন্য আসছিলেন ওই প্রসূতি। খুলনা থেকে ছেড়ে আসা সাগর সাগরদাঁড়ি ট্রেনটিতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে উঠেছিলেন ওই প্রসূতি। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ট্রেনটি রাজশাহীর নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে আসলে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। ওই প্রসূতির নাম সাবিনা ইয়াসমিন। তিনি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ বগিতে ছিলেন। ট্রেনে ওঠার পরপরই তার প্রসব বেদনা শুরু হয়। তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়।

এদিকে, ট্রেনের মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক ট্রেনের নির্ধারিত কামড়ায় গিয়ে ওই নারীর সন্তান প্রসব করান। সন্তান প্রসবের পর রাত সাড়ে ১০টার দিকে সন্তানসহ তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে তাকে রেলওয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনে থাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর ইসলাম জানান, ওই প্রসূতি তার সন্তান দু’জনই সুস্থ আছেন। এরপরও বাড়তি সতর্কতার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024