বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে সমাবেশ

সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানোসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ চলছে। সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশ করছেন চাকরিপ্রার্থীরা।

আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হয়। এতে চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তারা চার দফা দাবি উত্থাপন করেছেন।
আন্দোলনকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করা, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও লিখিত) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা এবং সরকারি-বেসরকারি সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানো।

চাকরিপ্রার্থীরা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024