বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তামিমের সিদ্ধান্তকে সম্মান দিলেন মাশরাফি

আকস্মিক টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা তামিমের।নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। বোর্ড প্রধান বাঁহাতি এই ওপেনারের সিদ্ধান্তে দিয়েছেন সায়। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ইতিবাচকভাবে দেখছেন তার দীর্ঘদিনের বন্ধুর প্রতি।তার মতে, তামিমের সিদ্ধান্তের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের জন্য বিবেচিত হওয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।তার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মাশরাফি।ফেসবুকে মাশরাফি লিখেছেন, তামিমের বিশ্বকাপে খেলার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই।তবে দীর্ঘদিন ধরে এই সংস্করণে খেলার বাইরে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলতে নামলে চাপে পড়তেন তিনি।যার প্রভাব পড়ত অন্যান্য সংস্করণেও।তামিম না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ের বিবেচনায় থাকছেন লিটন দাস, সৌম্য সরকার ও নাঈম শেখ। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হলেও মাশরাফির মতে, ঘরের মাটিতে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, সেখানে ব্যাটসম্যানদের বিচার করা কঠিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024