শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই মাসে দখলমুক্ত হবে গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কঃ উত্তর মেয়র

‘গাবতলী থেকে মোহাম্মদপুরগামী বেড়িবাঁধ সড়কে দখলে থাকা প্রায় ১৪ একর জায়গা আগামী দুই মাসের মধ্যে উদ্ধার করা হবে। এই সড়কে থাকা বালু ও ইটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে কর।’ আজ সোমবার গাবতলী এলাকায় উদ্ধার অভিযানে এসে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আতিক বলেন, ‘এখানে ওয়াসার ৫৪ একর জমি আছে, অধিগ্রহণ করা হয়েছে। যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে সরকার টাকাও দিয়েছে। কিন্তু আরেকটি পক্ষ এই জায়গা দখল করে আছে। এর ঠিক সামনেই আমাদের ৫২ একর জায়গা আছে। দখলদাররা আমাদেরকে কাজ করতে দেন না, আমরা দেয়াল করতে গেলে বাঁধা দেন। কারণ আমাদের জায়গা দিয়ে তারা তাদের রাস্তা বানিয়েছে। এই জায়গা আজ আমি নিজে উপস্থিত থেকে উদ্ধার করছি। বালু ফেলে তাদের রাস্তা আটকে দিচ্ছি।’
কতোদিনে অবৈধ দখল উচ্ছেদ হবে এ প্রশ্নের জবাবে আতিক বলেন, ‘আজই সাড়ে ছয় একর জায়গা দখলমুক্ত করব। বাকি জায়গা আগামী দুই মাসের মধ্যে উদ্ধার করে ফেলব। আর সবকাজ আগামী ছয় মাসে কমপ্লিট করে ফেলব। আগে এখানে কোন সিস্টেম ছিল না। এখন এটিকে সিস্টেমে নিয়ে এসেছি। এখানে বালুর গদি আছে, ইটের গদি আছে। এখন থেকে কিন্তু সিটি কর্পোরেশন কোন ট্যাক্স পায় না। কিন্তু এখন থেকে দিতে হবে।’ ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘৫২ একর জায়গার মধ্যে ১৪ একর জায়গার মতো দখলে আছে। বাকি জায়গায় সড়ক আছে। এই ১৪ একর জায়গায় আমরা দেয়াল নির্মাণ করতে গেলে চারটি জায়গায় বাঁধা পাই। সেখানে পকেট গেট করা হয়েছে। এরমধ্যে তিনটি আজ দখলে নেবো আমরা। আর একটি গেট একটি আবাসিক এলাকার। সেখানকার লোকেরা বিকল্প চলাচলের রাস্তা করার জন্য কিছুদিন সময় চেয়েছে।’ অভিযানকালে মেয়রের উপস্থিতিতে একটি ভারী যানবাহনের গ্যারেজের চলাচলের পথ বালু দিয়ে আটকে দেওয়া হয়। সেখানে সিটি কর্পোরেশনের দেয়াল নির্মাণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024