বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুবাইফেরত যাত্রীর সারা দেহে কোটি টাকার স্বর্ণ

দুবাই থেকে এসেছেন আনোয়ার হোসেন । । তার দেহে বিশেষ পদ্ধতিতে লুকানো ছিল ১ কেজি ১০ গ্রাম স্বর্ণ। সেইসঙ্গে তার ব্যাগে ছিল চারটি স্বর্ণের বার এবং ১১০ গ্রাম স্বর্ণালংকার। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে ঢাকা কাস্টসম হাউজ। কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসে আনোয়ার হোসেন নামে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেয়। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে অনুসরণ ও পরে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে সোনার বার ও অলংকার পাওয়ার পর তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০১০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আনোয়ার হোসেনের কাছে মোট যে পরিমাণ স্বর্ণ ছিল তার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে, তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024