বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বছরে ৬ হাজার কোটি টাকা আয় কমেছে ব্যাংকের: খেলাপি ঋণে সুদ স্থগিত

ব্যাংকের আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যাংকের বিনিয়োগ সক্ষমতাও কমে যাচ্ছে। ঋণগ্রহীতাদের একটি অংশ নানা প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন। কিন্তু পরিশোধ করছেন না। এক পর্যায়ে ওই ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। এসব খেলাপি ঋণ নবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালাও শিথিল করা হচ্ছে। কখনো ডাউন পেমেন্ট না দিয়ে, কখনো ১ বা ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ঋণ নবায়ন করার সুযোগ দেয়া হয়েছে। এতে প্রকৃত ব্যবসায়ীরাও ঋণ পরিশোধে নিরুৎসাহিত হয়ে পড়েন। এ দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় গত বছরের জানুয়ারি থেকে ঋণ আদায়ের ওপর শিথিলতা দিয়ে আসছে, যা আগামী ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। প্রথমে বলা হয়েছিল কেউ ঋণ পরিশোধ না করলে খেলাপি করা যাবে না। ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া কিস্তির একটি অংশ পরিশোধ করা হলেই তাকে আর খেলাপি করা যাবে না। এ কারণে খেলাপি ঋণ এক লাখ কোটি টাকার মধ্যেই সীমিত হয়ে পড়ে জুন শেষে। তবে ঋণ আদায়ের শিথিলতা না থাকলে প্রকৃত খেলাপি ঋণ আরো বেড়ে যাবে বলে ব্যাংকাররা জানিয়েছেন।খেলাপি ঋণের বেশির ভাগই মন্দ বা আদায় অযোগ্য ঋণে পরিণত হয়েছে। জুন শেষে ৯৯ হাজার কোটি টাকার খেলাপি ঋণের প্রায় ৮৮ হাজার কোটি টাকাই এ মন্দ ঋণ। হিসাব মতে খেলাপি ঋণের ৮৫ শতাংশই মন্দ ঋণ। একেতো করোনাভাইরাসের প্রাদুর্ভাব, ব্যবসা মন্দা, বিনিয়োগ স্থবিরতার পাশাপাশি মন্দ মানের খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাতে অস্বাভাবিক হারে আয় কমে যাচ্ছে। খেলাপি ঋণের কারণে শুধু জুন শেষে ব্যাংকিং খাতে সুদ আয় স্থগিত করা হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৪ হাজার কোটি টাকা। এ হিসাবে এক বছরে খেলাপি ঋণের কারণে ব্যাংকের আয় কমেছে ৬ হাজার কোটি টাকা। আদায় অযোগ্য ঋণ অর্থাৎ মন্দ ঋণের আধিক্য বাড়ার কারণে সামনে এর প্রভাব আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যাংকাররা।
এ দিকে মন্দ ঋণের কারণে ব্যাংকের আয় থেকেই বঞ্চিত হচ্ছে না, যে পরিমাণ মুনাফা করেছিল তা দিয়ে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণও করতে পারছে না অনেক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, জুন শেষে এমন ১১টি ব্যাংক তাদের আয় দিয়ে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে পারেনি। বরং তাদের প্রভিশন ঘাটতি হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024