শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিসোর্টে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ ১৮ জন কর্মী ডিবির হাতে আটক

গাজীপুরের ‍একটি রিসোর্টে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন ঢাকার একটি কোম্পানির ১৮ জন কর্মী। ঢাকার বারিধারা ডিওএইচএসের অফিস থেকে বৃহস্পতিবার সকালে তারা বের হন। এরপর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা মোবাইল ফোনও রিসিভ করছিলেন না।
পরে রাতে জানা যায়, তাদের আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটকরা যে কোম্পানিতে কাজ করেন, সেই প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে অনলাইনে সুদের ব্যবসা চালাচ্ছিল। তাদের কয়েকজনকে আটক করে যাচাই করা হচ্ছে। আটক ১৮ জনের সবাই বারিধারা ডিওএইচএসএর নিউ মিরাকল ফিনটেক বিডি নামের একটি কোম্পানিতে চাকরি করেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একটি বাসে (কোস্টারে) করে তারা পূবাইলের অরণ্যবাস রিসোর্টের উদ্দেশে অফিস থেকে বের হন। কিন্তু তারা বিকাল পর্যন্ত ওই রিসোর্টে না পৌঁছায় স্বজন ও বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করেন। অরণ্যবাস রিসোর্টের মালিক মাহাবুবুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, ওই কোম্পানির কর্মীরা দিনভর থাকার বুকিং দিয়েছিলেন। তাদের রিসোর্টে রাতে থাকার সম্ভাবনাও ছিল। তাদের খাবার ও রুম প্রস্তুত ছিল। কিন্তু রিসোর্টে আসেননি তারা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, এরা অনলাইন সুদের ব্যবসা করে। প্রতিষ্ঠানটির মালিক সবাই চীনের। তারা বাংলাদেশিদের ব্যবহার করে ২ হাজার টাকা ঋণ দিয়ে একমাসে ৪ হাজার টাকা নেয়। মাইক্রোক্রেডিট দেখিয়ে অনলাইন প্লাটফর্মে বিদেশিরা এসে মহাজনী ব্যবসার মতো করছে। এটার কোনো অনুমোদন নেই। যাদের আনা হয়েছে, তাদের যাচাইবাছাই করা হচ্ছে। যারা জড়িত নয়, তাদের ছেড়ে দিয়ে মূল মালিক যারা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024