শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শতভাগ দিচ্ছি, তারপরও হচ্ছে না: তাসকিন

taskin

বাংলাদেশ দল টানা চার ম্যাচ হেরে গেল। শুধু তাই নয়, প্রথম রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে হেরেছিল বাংলাদেশ। এমনকি আমিরাতে এসে দুটি প্রস্তুতি ম্যাচেও জিততে পারেনি লাল-সবুজরা। আর মাত্র একটি ম্যাচ বাকি। তবে এই বিশ্বকাপে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি বলে জানালেন তাসকিন।

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একপেশে ম্যাচে কিছুটা আলো ছড়িয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। শুরুতেই আগুন ঝরিয়েছিলেন বোলিংয়ে। কিন্তু স্কোরবোর্ডে যথেষ্ট রান না থাকলে আর কী করা। তাই, ম্যাচ শেষে তাসকিনের কণ্ঠে ঝরলো হতাশা। তিনি দাবি করেছেন, স্কিলে ঘাটতি নেই, শতভাগই নিংড়ে দিচ্ছেন, তবু কেন যেন হচ্ছে না।

তাসকিন বলেছেন, ‘ইচ্ছা করে তো কেউ খারাপ করে না। আমরা শতভাগ দিচ্ছি নিজেদের জায়গা থেকে, তারপরও ভালো হচ্ছে না। সামনের দিকে তাকানো ছাড়া আর কিছু করার নেই।’
মঙ্গলবার (২ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ডানহাতি এই পেসার।

তাসকিন বলেন, ‘আসলে দুটো জেতা ম্যাচ যদি না হারতাম তাহলে এতকিছু বলা হতো না। কিন্তু সহজ দুটি ম্যাচ হারাতে সবকিছু আমাদের বিপক্ষে মনে হচ্ছে। ব্যাটিং ভালো হচ্ছে না, তাই সব বাজে মনে হচ্ছে। দেখেন যা চলে গেছে, তা নিয়ে তো কিছু করতে পারব না।’

নিজেদের সামর্থ্য থাকলেও সেরাটা দিতে পারেননি তাসকিনরা। সেটাও স্বীকার করেছেন তিনি। ‘সত্যি কথা হলো—আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এটাও ঠিক যে, অনেকের থেকে আমরা অনেকটা পিছিয়ে। কিন্তু নিজেদের সামর্থ্য মতো খেললে এত খারাপ হতো না।’

উল্লেখ্য, বাংলাদেশ সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৪ রান করে। ৩৯ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভে এ নিয়ে টানা চতুর্থ ম্যাচ হারলো বাংলাদেশ। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি হয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারলেও ১০০ পার করেছিলেন মাহমুদুল্লাহরা। কিন্তু এই ম্যাচে সেটাও হয়নি। থামতে হয় তিন অঙ্কের ঘর ছোঁয়ার আগেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024