শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেট দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেট দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা শনিবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবা খানম জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ কর্মসূচির বিভিন্ন বিষয়ের উপর একটি লিখিত বক্তব্য তুলে ধরেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, ইতোপূর্বে খাল, বিল ও জলাশয় থেকে কারেন্ট জাল আটক অব্যাহত রয়েছে।বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক চাষীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং আজ ২৯ আগষ্ট থেকে উপজেলার প্রত্যন্ত হাওর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা শুরু হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, ব্যানার, ফেস্টুন এর মাধ্যমে প্রচারণা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য উপকরণ বিতরণ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ আব্দুল খালিক, ফয়সল আহমদ রানা, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ছমির উদ্দিন, এফআইভিডিবি, সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, ক্ষেত্রসহকারী মোঃ দুলাল মিয়া, সোহানুল আরেফিন জনি, মৎস্যচাষী আব্দুল খালিক প্রমুখ।

শিব্বির আহমদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024