মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০০ কোটির বেশি টিকা মজুদ থাকছে ধনী দেশগুলোর কাছে

২০২১ এর শেষে ধনী দেশগুলোর কাছে একশ কোটির ও বেশি টিকা মজুদ থাকার সম্ভাবনা রয়েছে বলে নতুন এক বিশ্লেষণে জানা গেছে। তবে গরিব দেশগুলোকে এ টিকা কীভাবে দেওয়া হবে সে ব্যাপারে এখনও কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। পশ্চিমা দেশগুলোর কাছে চলতি মাস পর্যন্ত টিকা মজুদের পরিমাণ প্রায় ৫০ কোটিতে পৌঁছেছে। যার মধ্যে ৩৬ কোটি টিকার অনুদানের জন্য এখনও নির্দিষ্ট করা হয়নি। তথ্য বিশ্লেষণ সংস্থা এয়ারফিনিটির নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আল-জাজিরা। ভ্যাকসিনের এমন বৈষম্য নিয়ে এরই মধ্যে অনেক বিশিষ্ট স্বাস্থ্য ব্যক্তিত্ব এবং কর্মকর্তারা নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ কোভ্যাক্সের আওতায় দরিদ্র দেশগুলোতে অন্তত ২০ শতাংশ মানুষের জন্য টিকা নিশ্চিত করার জন্য ২০০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে চেয়েছিল। কিন্তু ধনী দেশগুলো টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন চুক্তি করে সে পথ সঙ্কুচিত করে টিকা মজুদকে সম্প্রসারণ করেছে। রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক, টেড্রোস আধানম গেব্রেয়াসুস, জি-২০ দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে এক সভায় বলেছেন, বৈশ্বিক ভ্যাকসিনের বৈষম্য অগ্রহণযোগ্য। প্রযুক্তি এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ ভাগাভাগি করে আঞ্চলিকভাবে ভ্যাকসিন উৎপাদনে সহায়তার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী সব টিকা সময়মতো কোভ্যাক্সকে দিতেও অনুরোধ করেন। তিনি বলেছেন, বিশ্বব্যাপী যে ৫০০ কোটির বেশি টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে তার মধ্যে ৭৫ শতাংশই ১০টি দেশে পরিচালিত হয়েছে। আফ্রিকায় মাত্র ২ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, দরিদ্র দেশগুলো যখন টিকা পেতে মরিয়া হয়ে উঠছে তখন ধনী দেশগুলো টিকা মজুদ করে নৈতিক ক্ষোভ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য বিশ্ব নেতাদের দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024