মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ওমিক্রন ঝড়ের’ জন্য প্রস্তুত থাকার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের দ্রুত বিস্তারের কথা উল্লেখ করে সব দেশগুলোকে উদ্ভুত করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

ডাব্লিউএইচওর ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে এ প্রস্তুতির কথা জানিয়েছেন।

হ্যান্স ক্লুগ বলেন, ইউরোপ, রাশিয়া এবং মধ্য এশিয়ার ৫৩টি দেশে ওমিক্রনের ৩৮টি কেস শনাক্ত করা হয়েছে এবং এটি ডেনমার্ক, পর্তুগাল এবং যুক্তরাজ্যসহ বেশি কিছু অঞ্চলে ভয়ংকর হয়ে উঠেছে।

তিনি বলেন, ওমিক্রন কয়েক সপ্তাহের মধ্যে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং চিকিৎসা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে।

তিনি আরো বলেন, ওমিক্রনের যে হালকা উপসর্গ যেমন কাশি, গলা ব্যথা এবং জ্বর আরো সংক্রামক বলে মনে করা হচ্ছে এবং এ থেকে করোনা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

এ অঞ্চলে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে এখন পর্যন্ত করোনা ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন ডাব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১