সাড়ে ১০ হাজার ‘শ্রমিক ভিসা’ দেবে যুক্তরাজ্য

ট্রাকচালক ও পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে সাড়ে ১০ হাজার অস্থায়ী কর্মী-ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউ-টার্ন নিয়ে স্থানীয় সময় গত শনিবার এ কথা জানিয়েছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

এএফপি জানিয়েছে, যুক্তরাজ্যের এই ভিসা কার্যক্রম আগামী মাস থেকে ডিসেম্বরের শেষ নাগাদ চালু থাকবে।

দেশটি চালক ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিকের বিশাল ঘাটতির সঙ্গে লড়াই করছে। এতে জ্বালানি সরবরাহ এবং অন্যান্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটিশ সরকার বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

ট্যাঙ্কার চালকের ঘাটতির কারণে সাম্প্রতিক দিনগুলোতে পেট্রোল স্টেশনগুলোতে ভিড় সৃষ্টি হয়েছে, সরবরাহের অভাবে গ্যাস স্টেমন বন্ধ হয়ে যাওয়ার পরে আতঙ্কিত না হওয়ার জন্য সরকারের আহ্বান উপেক্ষা করে লোকরা স্টেশনে ভিড় করছে।

উল্লেখ্য, অস্থায়ী কর্মী-ভিসা দেওয়ার পদক্ষেপটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এর আগের নেওয়া সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়ে জনসন সরকার এর আগে ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি কঠোর করেছিল।