শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন রুশ মন্ত্রী

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ মারা গেছেন।গতকাল স্থানীয় সময় বুধবার আর্কটিক অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক এক মহড়া চলা অবস্থায় তিনি মারা যান।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইয়েভগেনি জিনিচেভ।এছাড়া রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ও তার মৃত্যুর খবর জানিয়েছে।রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে দুই হাজার ৯০০ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণ করছিলেন ইয়েভগেনি।অনুশীলনের এক পর্যায়ে একজনের প্রাণ বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়।রাশিয়ার আরটি টেলিভিশন চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান টুইটে লিখেছেন, ‘জিনিচেভ একজন ক্যামেরাম্যানের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন।হঠাৎ ওই ক্যামেরাম্যান পা পিছলে পানিতে পড়ে যান।তাকে বাঁচাতে পানিতে লাফ দেওয়ার পর প্রাণ হারান তিনি।’ তিনি আরো লিখেছেন, ‘জিনিচেভের হঠাৎ এমন আচরণে সেখানে থাকা সবাই হতভম্ব হয়।পানিতে লাফ দেওয়ার সময় তিনি পাথরের সাথে আঘাত পান।এরপর প্রাণ হারান তিনি।আর যে ক্যামেরাম্যানকে বাঁচাতে পানিতে লাফ দিয়েছিলেন তাকেও বাঁচানো যায়নি।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024