শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার বিশ্ব পরিস্থিতি: বাড়ছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩১ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৮০ জন এবং মারা গেছে ৫৫ লাখ ১২ হাজার ৪৬৮ জন। জন হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২৬ কোটি ছয় লাখ ৭৩ হাজার ৩৫ জন। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত রয়েছে চার কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৫৭৭ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৩ হাজার ৭৩২ জন। বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছে আট লাখ ৬১ হাজার ৩৬৬ জন। তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, জার্মানি, ইতালি ও স্পেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024