রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা বিধিনিষেধ: নিজের বিয়েও বাতিল করলেন জেসিন্ডা

মিশিগান প্রতিদিন ডেস্কঃ ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করার পর নিজের বিয়ের অনুষ্ঠানও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। রবিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

পুরো দেশের ওপরই সর্বোচ্চ মাত্রার নতুন বিধিনিষেধ জারি করেছে নিউজিল্যান্ড সরকার। এর আওতায় দুই ডোজ টিকা নেওয়া ১০০ জন পর্যন্ত ব্যক্তি কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবে। দোকানপাট ও গণপরিবহনে মাস্ক পড়তে হবে। বিধিনিষেধ সম্পর্কে জানিয়ে জেসিন্ডা নিশ্চিত করেন টিভি তারকা ক্লার্ক গেফোর্ডের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানও আপাতত হবে না।

জেসিন্ডা আরডার্ন ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এখনো বিয়ের তারিখের ঘোষণা দেননি। তবে ধারণা করা হচ্ছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা বিয়ের তারিখ ঘোষণা করবেন।

বিয়ের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর অনুভূতি জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবন এমনই। নিউজিল্যান্ডের হাজারো নাগরিকের থেকে আমি আলাদা নই।’

এ পর্যন্ত নিউজিল্যান্ডে ১৫ হাজার ১০৪ জন করোনায় সংক্রমিত হয়েছে। প্রাণ হারিয়েছে ৫২ জন। গত দুই বছরের বেশিরভাগ সময় দেশটির সীমান্তে কঠোর বিধিনিষেধ ও লকডাউন চলেছে। সূত্র: এএফপি

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১