বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা রোগীর মৃত্যুর দায়ে হাসপাতাল প্রধানের কারাদণ্ড

অক্সিজেন সঙ্কটে চিকিৎসাধীন ১০ করোনা রোগীর মৃত্যুর অভিযোগে জর্ডানের একটি আদালত দেশটির সরকারি এক হাসপাতালের পরিচালককে কারাদণ্ড দিয়েছেন। রোববার দেশটির আদালত ওই চিকিৎসককে তিন বছরের দণ্ড দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

হাসপাতালের পরিচালক আব্দেল রাজাক আল-খাশমান এবং তার সহযোগীকে চিকিৎসাধীন রোগীদের ‌‘মৃত্যুর কারণ’ হিসেবে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা হয়েছে। গত মার্চে দেশটির সল্ট প্রদেশের সরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কটে অন্তত ১০ করোনা রোগীর প্রাণহানি ঘটে।

আদালতে এই মামলার রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি। সেখান থেকে তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে অভিযুক্তরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

গত মার্চে জর্ডানে হাসপাতালে অক্সিজেন সঙ্কটে করোনা রোগীদের প্রাণহানির ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর জেরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেইদাত পদত্যাগ করতে বাধ্য হন।

মর্মান্তিক এই ঘটনার পর দেশটির বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ হাসপাতাল পরিদর্শন করেন। ওই সময় শত শত মানুষ হাসপাতালের বাইরে জড়ো হয়ে ক্ষোভ জানাতে সমাবেশ করেছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024