বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিদি জিতবে বলে বসে থাকবেন না:মমতা

নন্দীগ্রামে তাঁকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে।বহুবার মমতার মুখে শোনা গিয়েছে এই কথা।ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়িয়ে তাই দলীয় কর্মীদের সতর্ক করে তিনি বলেছেন, ‘‌দিদি জিতে গেছে বলে বসে থাকবেন না।তাহলে আরও গভীর ষড়যন্ত্র হবে।’‌ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করে হেরে যাওয়ায় মুখ্যমন্ত্রী থাকতে উপনির্বাচনে ভবানীপুরে প্রার্থী হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।নন্দীগ্রামে তাঁর পরাজয় চক্রান্তের ফল বলে বুধবার দাবি করেছেন মমতা।সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘‌প্রতিটি বুথ অফিসার,আইসি, ডিএম থেকে শুরু করে সবাইকে বদলি করা হয়েছে।ছাপ্পা করা হয়েছে।কাউকে ভোট করতে দেয়নি। ’এরপরই স্থানীয় নেতাকর্মীদের তিনি বলেন, ‘‌প্রতিটি মানুষের কাছে।প্রতিটি দরজায় যেতে হবে।কমিশনের বিধিনিষেধ মেনে চলতে হবে।’‌ ভবানীপুরে মমতার মুখ্য নির্বাচন এজেন্ট হচ্ছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়।পাশাপাশি সুব্রত বক্সী,সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম,পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতামন্ত্রীদের বিভিন্ন কেন্দ্রের ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন মমতা।উপনির্বাচনের গুরুত্ব বোঝাতে গিয়ে মমতা বলেছেন, ‘‌২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই নির্বাচন গুরুত্বপূর্ণ।এরপর পুরসভা ভোট হবে।সব ভোটেই জিততে হবে।’ এদিকে খড়দহে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ভবানীপুরের পদত্যাগী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।শোভনদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মমতা বলেছেন, ‘‌তিনি মন্ত্রীও থাকবেন। ’নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে কৃষক আন্দোলন নিয়ে নিজের আবেগের কথা জানাতে ভোলেননি মমতা।

সূ্ত্র: আনন্দবাজার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024