শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্মিংহামের গন মাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত সহকারী হাইকমিশনারের সৌজন্যে সাক্ষাৎ।

রাশিয়া খাতুনঃ (১৫ই ফেব্রুয়ারী২০২২) বার্মিংহামস্হ বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস কার্যালয়ে গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান বার্মিংহামের গণমাধ্যম কর্মীদের সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।

এ সময় মিশনের ফাষ্ট সেক্রেটারী স্বর্ণালী চন্দ ছাড়া ও গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব খসরু খান, নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, বাংলা কাগজের ফাইনান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, সাংবাদিক কলামিসট শেবুল চৌধূরী,

 

বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার ব্যুরো প্রধান জয়নাল ইসলাম, কবি মুহিদুল গনী মাহতাব, সাংবাদিক বেলাল বদরুল, আই অনটিভি’র ব্যুরো প্রধান কাজী লোকমান হোসেন,বাংলা কাগজের আহমেদ কবির, মিশিগান প্রতিদিনের রাশিয়া খাতুন,

বিঅন টিভি’র আবু হায়দার চৌধূরী সুইট এবং সাংবাদিক আব্দুল লতিফ প্রমুখ। শুরুতেই গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দেন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল ইসলাম ।নব নিযুক্ত সহকারী হাই কমিশনার বাংলাদেশের ৫০ বর্ষ পূর্তি ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের শতবার্ষিকী ও বিভিন্ন কর্মকান্ড, তথা বিশেষ করে যুক্তরাজ্যের সহিত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সাফল্যে সহ বর্তমান শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গণমাধ্যম কর্মীদের আহবান জানান।

অনুষ্ঠানে সাংবাদিকরা বার্মিংহামস্হ সহকারী হাইকমিশনার অফিসের সেবার মানের প্রসংশা করে কমিউনিটি বিভিন্ন দাবী দাওয়ার নিয়ে আলোকপাত করেন।এরমধ্যে বিশেষ  করে বার্মিংহাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু, একাত্তর সালে বহিঃবিশ্বে বেসরকারী ভাবে প্রথম পতাকা উত্তোলনের বিযয়টিকে সরকারের স্বীকৃতির দাবী সহ অন্যান্য। সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ আলীমুজ্জামান বিযয় গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বের সহিত আলোচনা করে পর্যায়ক্রমে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024