রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ডুবন্ত আশা

কবিঃ ময়েজ মোহাম্মদ

কাব্য বাগানে ঘোরে অদক্ষ ভাষ্কর
ছন্দ বাজারে রাজা চাটুকার তষ্কর।
সুবাসিত ফুলদলে ধূমায়িত প্রশ্বাস
বনফুল গর্জনে বিজয়ের উচ্ছ্বাস।

নেতাদের ভাণ্ডারে গোলাভরা শূন্য
সুনামের মাথাগুলি বিকৃত চূর্ণ।
রসদার ছন্দের ক্রেতাহীন বাজারে
সর্পিল রাজর্ষি উঁকি দেয় হাজারে।

চেতনার আধিক্যে দ্বন্দ্বতে সয়লাব
অঙ্কীয় অশণিতে ধ্বংসের জয়লাভ।
চির উন্নত শীর অবনত দেখা যায়
বর্ণীল স্বপ্নের আশা ডোবে মিথ্যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১