বঙ্গবন্ধুর জন্মদিন

কবিঃ প্রাণকৃষ্ণ বিশ্বাস

বাঙালিদের হৃদয় মাঝে
বাজছে খুশির বীণ
জাতির জনক বঙ্গবন্ধুর
শুভ জন্ম দিন।
আমরা যারা শিশু-কিশোর
দেখিনি কেউ তাঁকে
স্বাধীনতা আসছে জানি
শেখ মুজিবের ডাকে।
বইয়ের মাঝে পড়ছি পিতার
বিজয় ইতিহাস
এই পৃথিবীর উঠোন জোড়া
বঙ্গবন্ধুর বাস।