মানব জীবন

কবিঃ শিকদার রাইসুল ইসলাম কবির

শৈশব কৈশোর যৌবন শেষে
আসে বৃদ্ধ কাল।
ঝড়ো হাওয়ায় কাঁপে থরথর্
জীবন তরীর পাল।

পূর্ণতা পায় কারো জীবন,
কারো ক্ষণিক আয়ুকাল।
পাপ কর্মে ডুবে রয় কেউ,
কারো কর্ম নির্ভেজাল।

জীবনের রঙ ধূসর গোধূলি
পড়ন্ত বিকেল বেলা।
ঊষার আলো ম্লান হয়ে যায়
ভাঙে জীবন রঙ্গমেলা

দোলনা থেকে শুরু জীবন
কবর অবধি শেষ।
তবু মানব মনে বাসা বাঁধে

হিংসা বিদ্বেষ।

মানব জীবন ক্ষুদ্র অতি
সুকর্মে হয় বড়।
সত্য নিষ্ঠা ন্যায়ের পথে
মানব জীবন গড়।