শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মায়ার বাঁধন

কবিঃ শাহী সবুর

মায়ার বাঁধন ছিন্ন করে স্বজন যাবে চলে
কোথায় যাবে কোন অজানায় যাবে না তা বলে।
স্বজন এসে এই ভুবনে আর দিবে না দেখা,
অচীন দেশে গিয়ে স্বজন থাকবে একা একা।
চির বিদায় নিয়ে গেলে আসবে না আর ফিরে,
সেই সে দেশে সকল মানুষ যাবে ধীরে ধীরে।
কেউ বা আগে কেউ বা পরে যেতে সবার হবে,
পৃথিবীর এই নাট্যমঞ্চে কে রয়েছে কবে?
মিছে মায়ায় কেন তবে বালাখানা গড়ি?
দম ফুরালে চলে গেলে থাকবে তো সব পড়ি।
দুই দিনের এই পান্থ শালায় আমরা মেহমান,
সময় হলে সকল ফেলে করবো প্রস্থান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১