মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

যৌতুক প্রথা

কবিঃ নিত্যানন্দ বিশ্বাস

আদিকালে যাকে বলা হতো পণ প্রথা
বর্তমানে পরিচিত যে যৌতুক প্রথা।
সামাজিক অভিশাপ মারাত্মক ব্যাধি
যৌতুক প্রথার রীতি চলে যে অবধি।

ইসলামে যৌতুকের নেই প্রচলন
উপঢৌকনে করতঃ কন্যাকে বরণ।
অবৈধ টাকা যৌতুক প্রথার কারণ
যৌতুকের কারণেই নারী নির্যাতন।

কনের বয়স বেশি দেহে থাকে খুঁত
টাকা-কড়ি,সোনা-দানা পেতে বড় যুত।
যৌতুক দিতে না পেরে শেষ দেয় ফাঁসি
অকালে হারিয়ে যায় কতো হাসি খুশি।

প্রণীত আইন পাশ যৌতুক বিরোধী
জনমত গড়ো নয় যৌতুকের দাবি।
জোরদার আন্দোলন কু-প্রথার প্রতি
সবে যৌতুকের প্রথা করুন নিবৃতি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১