“শব্দ চাষ”

আমি তো কবি নই
ক’য়ের কী বুঝি
মাঝে মাঝে শব্দ নিয়ে
মনের ভাষা খুঁজি।

ভাব যখন আসে মনে
দু চার লাইন লিখি
হযবরল যাচ্ছে তাই
লিখে লিখে শিখি।

হয়ে যায় এক সময়
ছড়া কবিতার লাইন
মনে মনে বলি তখন
বেশ লিখি “ফাইন”।

জাত কবি যারা আছেন
সেই তুলনায় শুন্য
তাদের কাছে শিখে শিখে
নিজে হই ধন্য।

যা কিছুই লিখতে পারি
তাতেই আমি খুশী
এর চেয়ে নেই আর
পেতে চাই বেশী।

চাওয়া পাওয়ার হিসেব
করি না কখন
যখন যা পাই তাতে
ভরে যায় মন।

লাইক কমেন্ট দিয়ে যারা
সদায় থাকেন পাশে
তাদের অনুপ্রেরনা পেলে
কলমে শক্তি আসে।

সবার জন্য সাহিত্য জগত
উন্মুক্ত এক স্থান
যতই করবে শব্দ চাষ
ততই বাড়বে জ্ঞান।

                  কবি: আফিয়া বেগম শিরি