বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অধিক অর্থে মানুষ হয় পশু

কবিঃ মোঃ শহীদুল্লাহ সরকার

টাকা আছে যাদের ঘরে,
মনতো বড় নয়,
মনের দিকে সর্ব সময়,
গরীব তারা হয়।

ধন থাকলে হয়না ধণী,
মননা ভালো হলে,
মরলে তাদের ধন সম্পদ,
সবই যাবে জলে।

মিথ্যা যারা লোক ঠকিয়ে,
এই সমাজে চলে,
মরনের আগে পরবে সেজন,
দুঃখের অনুকূলে।

লোক ঠকিয়ে চলে যারা,
অর্থের পাহাড় গড়ে,
আজ বাদে সে মরলে কাল,
সবই পড়ে রব।

মিথ্যা যারা লোকের সাথে,
করছো সব বাহানা,
মরার আগেই পাবে তারা,
শত দুঃখের ঠিকানা।

যাদের জন্য করছে মানুষ,
হাজার পুকুর চুরি,
পাপের ভাগ কেউ নিবেনা,
করছো মিথ্যা বাহাদুরি।

সময় থাকতে বান্ধা তুমি,
সাবধান হয়ে যাও,
লোক জনকে না ঠকিয়ে,
শান্তির ছায়া দাও।

তোমার একটু খানি পূর্ণ যদি,
হয় পাল্লা ভারি,
মরনের পরে হবেনা হয়তো,
জাহান্নামের খড়ি।

মনের ধনী হয় বড় ধনী,
অধিক অর্থ পশু,
যতোই গড়ে অর্থে পাহাড়,
জীবন সত্য মিছু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024