বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবাঞ্ছিত

কবিঃ আবদুস শুকুর আলী মল্লিক

এ শহরে আমার ঠাঁই নাই
সবাই এগিয়ে চলেছে আমাকে পিছনে রেখে
অবাঞ্ছিত জঞ্জাল আমি পথের পাশে।
অবহেলা অনাদরে উঠেছি বেড়ে
তোমাদেরই ঘরের আসবাব
একদিন ভালোবেসে কাছে নিয়েছিলে
এখন সবকিছুই ঘৃণার চোখে আমার অবয়ব।
তোমাদের ভালোলাগা ভালোবাসা
ছলনার অভিনয়।বাকপটুত্ব আধুনিক সভ্যতা
ছুটে চলো নতুনের সন্ধানে প্রতিনিয়ত
পুরানো সেকেলে নীতি ছুঁড়ে দিয়ে ডাস্টবিনে
নতুন নীতির উল্লাসে উলঙ্গ নৃত্য
খুঁজে ফেরো নতুন পৃথিবী।
একান্ন পরিবার দিয়েছো ভেঙে
নিজের সুখকে সর্বোচ্চ শিকড়ে রেখে
পুরানো পিতা মাতার সুখ সম্পদ নিয়েছো কেড়ে
এ তোমাদের নতুন পৃথিবীর মোড়ক।
আগামী কাল তুমিও হবে পুরানো জঞ্জাল
সে দেখার আশায় পথের ধারে অপেক্ষমান।
হুজুগে বাঙালি আর বিকেলের রোদ
আজ দেখি দু’টোই সমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024