শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আপন – পর

কবিঃ আফিয়া বেগম শিরি (যুক্তরাজ্য)

পর কে আপন ভাবা
মস্ত বড়ো ভূল
পরিণামে দিতে হয়
সেই ভূলের মাশুল।

পর শুধু আপন সেজে
পাশে বসতে চায়
স্বার্থসিদ্ধি হলে পরে
পাশ কেটে যায়।

সুযোগ সন্ধানী চোখ
এটাই পরের নীতি
উপকার যতোই করো
বুকে মারে লাথি।

কথায় কাজে মিল নয়
মিষ্টি মধুর বচন
বিবেকের আদালতে
হয় না দংশন।

নিত্য যদি খায় সে
হালুয়া পায়েশ লুচি
যখন তখন অপবাদে
বাঁধে না মুখে রুচি।

বড়োই নিষ্টুর তাদের
আচার আচরন
পর পরই থাকে
হয় না আপন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All Rights Reserved ©2024