শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাকে শুধরে নেও

কবিঃ শাহী সবুর

লেখা লেখি করতে গেলে ভুল তো যেতে পারে,
তাই বলে কি লেখক হয়ে লেখনিতে হারে?
ছন্দ মাত্রায় ভুল ধরিলে অনেক জনায় চটে,
আমায় যে জন ভুল ধরে দেয় সেজন বন্ধু বটে।
ছন্দ মাত্রা বৃত্তের তালে লেখার চেষ্টা করি,
অনেক সময় ভুল হয়ে যায় পাঠকে দেয় ধরি।
আজকে আমার ভুল যদি হয় কালকে যাবে সেরে,
ভুল যদি না সারে আমার তবেই যাবো হেরে।
শিখতে গেলে ভুল তো যাবেই লজ্জা কি সে তাতে?
ভুলের বিষয় আলোচনা করবো সবার সাথে।
ভুলের সিড়ি বেয়ে সবাই সফলতা আনে,
সফলতা নয় কো সহজ সবাই সেটা জানে।
আমরা কবি লেখা লেখি করি বারো মাস,
ছন্দ মাত্রা বৃত্তের তালে কবিতার হয় চাষ।
বর্তমানের একটা লেখা থাকবে ভবিষ্যতে,
তার ভিতরে ভুল যেন না থাকে কোন মতে।
মহাকালে ফিরবো না আর আমার লেখা রবে,
লেখার মাঝে সেদিন আমায় চিনে নিবে সবে।
ভুল ত্রুটি হলে লেখায় সেরে দেব তাকে,
আমার লেখায় ভবিষ্যতে ভুল যেন না থাকে।
সুপ্রিয় পাঠক সমাজ আমার কাছে দামী,
আমার লেখায় ভুল ধরে দেও শুধরে নেব আমি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024