শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার একুশ

কবিঃ অর্পিতা কুন্ডু

আমার একুশ রক্ত ঝরানো প্রাণের স্লোগানে মুখর…
আমার একুশ বাংলা ভাষার আবেগ হতে প্রখর…
আমার একুশে লালহয়ে যাওয়া মাটির প্রতি চেয়ে
আমার একুশে তরুণ প্রজন্ম ভালোবেসে গান গেয়ে..
আমার একুশ প্রতিবাদ হানে..জানে সম্মান দিতে
একুশ জানে বাংলা ভাষাকে মাথায় তুলে নিতে।
আমার একুশ নবচেতনার উন্মেষ ধরে রাখে
আমার একুশ বিপ্লবীদের প্রতিবাদী হতে ডাকে।
আমার একুশে প্রাণ দিয়েছে আমারই ভায়ের দল
একুশ কখনও পিছিয়ে আসে না জানে না কোন ছল।
একুশ জানে প্রাণের আবেগ ভালোবাসা আর প্রেম
জাগিয়েছে প্রাণে বাংলা অক্ষর জ্বলন্ত এক হেম।
অমর একুশে একতারা বাজে সুরে সুরে গানে গানে
আমার একুশ সবার তরে সবার প্রাণে প্রাণে।
ভাষার জন‍্য রক্ত ঝরেছে…ঝরেছে তাজা প্রাণ
জেগে উঠেছে সমগ্র বাংলা কন্ঠে বিপ্লবের গান।
আমার বাংলা আকাশে বাতাসে আমার বাংলা প্রাণে
আমার বাংলা হৃদ মাঝারে আমার বাংলা গানে।
বাংলার বুকে রক্ত ঝরানো একুশে সকাল আসে
আগুণ ঝরেছে প্রতিবাদী মনে তারই চারপাশে।
কোন সে আশার স্বপ্ন যাপন কোন সে আশার স্থল
আমার বাংলায় আমার ভায়েরা আমার প্রাণের বল।
আঁধার টুটিয়ে আলোক জ্বালিয়ে শত শত মনবাঁধে
আমরা বাঙালী আমাদেরই তরে অনেক দায়িত্ব কাঁধে।
বাংলা ভাষা বাঁচাতে হবে…এই করেছি পণ
বিশ্ব সভায় আয়োজন তাই মন প্রাণ সমর্পণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024