রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আমি ছোটকবি

কবিঃ কাজী হাবিবুর রহমান

আমি ছোটকবি তাই
ছোটছোট লেখা,
ছোটছোট মানে তার
ছোট করে শেখা।
দিনেদিনে খুঁজি কত
মনেমনে ভাব,
খুঁজেখুঁজে পাই কিছু
হয় কিছু লাভ।
দিকেদিকে চারিদিকে
কতকিছু দেখি,
দেখেদেখে বহুদেখে
কিছু তার শিখি।
কিছুশিখে কিছুলিখে
লেখা করি শুরু,
লিখেলিখে হই যদি
রবি-কবিগুরু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১