শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি বাংলাকে ভালোবাসি

কবিঃ আবদুস শুকুর আলী মল্লিক
আমি বাংলাকে ভালোবাসি
মায়ের কোলে শিখেছি এ ভাষা
এ ভাষায় কাঁদি হাসি,
এ ভাষা আমার মায়ের ভাষা
মা’কে বড় ভালোবাসি।
আমি বাংলাকে ভালোবাসি।।

এমন ভাষা কোথায় আছে
কোন সাগরের পাড়ে ?
কোন পাহাড়ে আছে বলে দাও
খুঁজবো আমি তারে।

আমার ভাইয়ের রক্তে রাঙানো
এ ভাষার অঙ্গীকার,
এ ভাষা আমার মাতৃদুগ্ধ
ভুলিনি আমরা আর।

ফেব্রুয়ারি এলে বুকের মাঝে
কিসের অগ্নিবাণ,
মায়ের চোখে আজও ঝরে জল
নেই যে তার বিরাম।

আজ এসো ভাই শপথের দিন
শপথ করি সবে,
এ ভাষার তরে দেবো আরও প্রাণ
প্রয়োজন যবে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024