শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আলেয়ার আলো

কবিঃ শেখ নজরুল ইসলাম

মনের সাথে মন মিশিলে
মনে বসত বারমাস,
দূরে থেকেও কাছাকাছি
অষ্ট প্রহর বসবাস।

রূপের মোহে পাগল হলে
না মিশিলে মনে মন,
এক বালিশে শুয়ে দুজন
হাজার মাইল ব্যবধান।

অর্থ কড়ি উপঢৌকন
অভিনয়ে চোখের জল,
আপন হতে অনেক জনাই
করে এমন বহুত ছল।

ঝড়ের বেগে উড়ে এসে
বিজলী সম মিলে যায়,
জোয়ার জলে ভেসে এসে
হৃদ কলঙ্কের দাগ লাগায়

কাছে এসে মিষ্টি হেসে
আপন সাজে বহুজন,
বুঝলাম এসে বেলাশেষে
সবাই মিটায় প্রয়োজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১