শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশের গান

কবিঃ-আবদুস শুকুর আলী মল্লিক

অশ্রু ভেজা দুচোখে সবাই
তোমাকে স্মরণ করি ,
একুশে ফেব্রুয়ারী!
ভুলে যেতে কি পারি
একুশে ফেব্রুয়ারী!

ওরা চেয়েছিল থামিয়ে দিতে
ভাটিয়ালি সেই গান ,
ওরা চেয়েছিল ধুলায় লুটাতে
বাংলা ভাষার মান !
বজ্রকণ্ঠে হুঙ্কার ওঠে —–
এ ভাষা আমারই!

সালাম শ্যামল বরকত আর
পুষ্পিতা রোশেনারা ,
আদর মাখানো ভাষার জন্য
প্রাণ দিয়ে গেল তাঁরা!

ওরা চেয়েছিল বাউলের সুর
চিরতরে মুছে যাক ,
ওরা চেয়েছিল মানুষের গান
পিয়ানোতে শোভা পাক !
বজ্রকণ্ঠে হুঙ্কার ওঠে—-
এ ভাষা আমারই!

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024