শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশ আমার অহংকার

কবিঃ শাহী সবুর

একুশ এলে কষ্ট বাড়ে
অতীত মনে পড়ে,
শুকনা পাতার অন্তরালে
স্মৃতিগুলো নড়ে।

ভাষার জন্য জীবন দিল
বাংলা মায়ের ছেলে,
দুর্লভ এমন ঘটনা সে
বিশ্বে কি আর মেলে?

মাতৃভাষার প্রতি যাদের
আছে এমন টান,
তারাই হল বাংলা মায়ের
সাহসী সন্তান।

আমরা জাতে বীর বাঙালি
বিশ্ববাসী জানে,
জীবন দিতে রাজি আমরা
মাতৃভাষার টানে।

নানান রকম ভাষা আছে
বিশ্ব চরাচরে,
বাংলা ভাষার মত ভাষা
নেই পৃথিবীর পরে।

গানের ভাষা প্রাণের ভাষা
বাংলা মধুর ভাষা,
বাংলা ভাষায় পূরণ করি
মনের সকল আশা।

বাঙালিদের যতক্ষণে
দেহে পজীবন আছে ,
সবার উর্ধে ভাষার ইজ্জত
বীর বাঙালির কাছে।

বারে বারে একুশ আসে
পৃথিবীতে ফিরে,
বাঙালিদের একুশ আসে
বাংলা ভাষা ঘিরে।

একুশ আমার স্মৃতিগাথা
চোখের পানি আনে,
একুশ মানে বাংলা ভাষা
বিশ্ববাসী জানে।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024