মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশ মানে

কবিঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি

একুশ মানে ভাষার কথা বায়ান্নর আন্দোলন ,
একুশ মানে ভাষার জন্য তাজা প্রাণ বিসর্জন ।

একুশ মানে স্বাধীন ভাবে বাধাহীন পথচলা ,
একুশ মানে ন্যায়ের পক্ষে অবিরত সত্যি বলা ।

একুশ মানে মায়ের ভাষা যে ভাষাতে কাব্য লিখি ,
একুশ মানে পাঠশালাতে ইচ্ছামত বিদ্যা শিখি ।

একুশ মানে খালে ও বিলে হরেক মাছের ঝাক ,
একুশ মানে মুক্ত পাখির কিচিরমিচির ডাক ।

একুশ মানে মাঝিমাল্লার অবাধে নৌকা বাওয়া ,
একুশ মানে মাতৃভাষার মর্যাদা ফিরে পাওয়া ।

একুশ মানে দূর গগনে চিল শকুনের উড়া ,
একুশ মানে চোঁখ ধাঁধানো লাল বর্ণ কৃষ্ণচূড়া ।

একুশ মানে দীঘির জলে খোকাখুকুর সাঁতার ,
একুশ মানে সেরা ঘটনা ইতিহাসের পাতার ।

একুশ মানে হার না মানা যুদ্ধ জয়ের খবর ,
একুশ মানে বাংলাদেশে পশ্চিমাদের কবর ।

একুশ মানে এস.আই. জনির নিরন্তর ভালবাসা ,
একুশ মানে সুখেদুঃখে পদেপদে স্বপ্ন আশা ।

একুশ মানে বন বনানীর সবুজের সমাবেশ ,
একুশ মানে সবার প্রিয় সবুজ বাংলাদেশ ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024