মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবির কল্পনায় প্রাণের উচ্ছলতা

কবিঃ ডঃ .গোপাল চন্দ্র মুখার্জী

কবির মনের কল্পনাতে
মূর্ত হয় কবিতা –
কবিতায় আসে প্রাণের স্পন্দন
মূর্তময়ী প্রতিমা।
কবিতার নিঃশ্বাসে সুরও আসে –
সুরের তালে নাচ ,
নাচের সঙ্গে আনন্দ আসে
আনন্দেতে আছে প্রেম !
প্রেমে আছে উন্মাদ উচ্ছলতা
ছোট শিশুর চঞ্চলতা ,
চঞ্চলতায় লুকিয়ে চিরযৌবন –
যৌবন আনে বসন্ত !
বসন্তের ছোঁয়ায় প্রকৃতি সাজে –
রঙিন নবীন মধুরসে ,
মধুরসের মাতাল মোহে
মৃদুমন্দ দক্ষিণ বায়ে ,
জাগে কবির সুপ্তমন কল্পনাতে
নব সৃজনের অভিলাসে !
বসন্তে লাগলো কবির ছোঁয়া –
নিথর প্রাণে প্রেমের উচ্ছলতা !

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024