বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবি মানে

কবিঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি

কবি মানে সত্যের পূজারী
আল্লাহ্‌র শোকর গুজারি ,
কবি মানে মিথ্যার বিনাশী
নিরন্তর সত্য অবিনাশী ।

কবি মানে নিষ্কলুষ সত্তা
জ্বলন্ত প্রখর বুদ্ধিমত্তা ,
কবি মানে ছন্দের নায়ক
দিবানিশি সত্যের গায়ক ।

কবি মানে অন্যায়ের জম
সমাজ নির্মাতা হরদম ,
কবি মানে নিরাশার আশা
বঞ্চিত বুকের ভালবাসা ।

কবি মানে অনন্ত স্বপন
করে সুখের বীজ বপন ,
কবি মানে নির্ভীক হৃদয়
অন্যায় চক্ষু করেনা ভয় ।

কবি মানে বেদনার সাথী
হয়না কখনো আত্মঘাতী ,
কবি মানে অন্যায় বিরোধী
সোজা পথে চলে নিরবধি ।

কবি মানে আলোর দিশারী
সদাশয় সে সত্য বিচারি ,
কবি মানে জাগ্রত মানুষ
ত্যাগ করে রঙিন ফানুস ।

কবি মানে এক স্বপ্নদ্রষ্টা
হয়না জীবনে লক্ষ্য ভ্রষ্টা ,
কবি মানে দুর্বলের পক্ষে
পৌঁছাতে চায় অটুট লক্ষ্যে ।

কবি মানে বাধাহীন ঢেউ
রুখতে তাকে পারেনা কেউ ,
কবি মানে শান্তির কপোত
অন্যায় রোধে দীপ্ত শপথ ।

কবি মানে সুদূর প্রসারী
অশান্ত মনে সুখ সঞ্চারী ,
কবি মানে কল্পনার ডানা
শোনেনা কারো অন্যায় মানা ।

কবি মানে সেরাদের সেরা
সুখের মোহে থাকেনা ঘেরা ,
কবি মানে নিরলস কাজে
সত্য সন্ধানী ধ্যানের মাঝে ।

কবি মানে জাতির গৌরব
নিরন্তর ছড়ায় সৌরভ ,
কবি মানে অগতির গতি
ভুলেও তিনি করেনা ক্ষতি ।

কবি মানে সত্যের সাধক
মিথ্যা বিনাশী বীণা বাদক ।
কবি মানে সুপথের দিশা
পিপাসিতকে মিটায় তৃষা ।

কবি মানে অসাধ্য সাধনা
মনে সদা সাহিত্য ভাবনা ,
কবি মানে সুক্ষ্ম জ্ঞানে ধনী
ভেবে বলে এস.আই. জনি ।

উক্ত গুণাবলী আছে যার
তার প্রতি সালাম আমার ,
কবির কবিত্ব কে না জানে ?
বুঝতে হবে কবির মানে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024