শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

খুঁজে নিও বাংলারে

কবিঃ সামসুন ফউজিয়া

দূর প্রবাসে যখন শুনি
বাংলা মায়ের বোল,
থমকে দাঁড়াই মনের মাঝে
বাজে খুশীর ঢোল।

এগিয়ে গিয়ে আলাপ কালে
দু’গাল বাংলা বলি!
মায়ের ভাষায় বলার আনন্দে
বাকি পথটুকু চলি।

কেমন আছো বর্নমালা তোরা
কেমন যাচ্ছে দিন ?
শহীদ সালাম জব্বার বরকত
শফিউরের রক্তের ঋণ।

ফেব্রয়ারী মাস আসলে শুনি
শহীদ দিবসের মহড়া!
তিনশত পঁয়ষট্টি দিনের হিসাব
পাই না কোন সাড়া।

বাংলা আমার বুকের কাছে
সুখের মধুর নাম,
বায়ান্নের ভাষা আন্দোলনে
শহীদি রক্তের দাম।

দেশের দ্রাঘিমা ছাড়িয়ে বাংলা
আজি বিশ্ব দরবারে,
যেখানে তুমি যাও বাংগালী
খুঁজে নিও বাংলারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১