বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গর্বিত আমি বাঙালি

কবিঃ রাসেল আহমেদ সাগর

আমি গর্বিত আমি বাঙালি
আমি আনন্দিত মায়ের ভাষায় কথা বলি,
আমি জাতি হিসেবে সম্মানিত
প্রবাসেও মাথা উঁচু করে চলি।

আমি গর্বিত সবুজ শ্যামল
স্বাধীন বাংলাদেশে জন্ম আমার,
যে দেশে ফসল উৎপাদন হয় বারোমাস
যেদিকে তাকাই সেদিকেই সুন্দরের সমাহার ।

আমি গর্বিত আযানের ধ্বনি শুনে ঘুম ভাঙ্গে
সাথে পাখিদের গান,
বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেই
জুরাই মন প্রাণ ।

আমি গর্বিত মুক্তি যুদ্ধে জীবন দিয়ে যারা
বিশ্বের বুকে বাড়িয়েছেন বাংলাদেশের সম্মান,
তারা কেউ নয় আমার দেশের
বীর মুক্তিযোদ্ধা আমাদের বীর সন্তান।

আমি গর্বিত বুকের তাজা রক্ত দিয়ে
যারা রক্ষা করেছেন মায়ের ভাষা,
তারা আমার ভাই
যাদের ভয়ে পাকবাহিনী হয়েছে কোনঠাসা।

আমি আশান্বিত সৃতির মনিকোঠায়
আজীবন থাকবে তারা
দেশ, মাটি, মায়ের ভাষার জন্য জন্য
জীবন দান করিছেলন যারা।

আমি গর্বিত আমরা বীর বাঙালি জাতি
নয়তো কারো কাছে পরাধীন,
প্রাণ খুলে কথা বলি আজ
আমরা মুক্ত আমরা স্বাধীন।

নিজের জীবন বিসর্জন দিয়ে
যারা রক্ষা করেছেন দেশের মান
বিনম্র শ্রদ্ধা জানাই তোমাদের হে
বীর বাঙালি মায়ের বীর মুক্তিযোদ্ধা সন্তান ।

আমি গর্বিত আমি বাঙালি
বাংলা আমার ভাষা,
যেখানে থাকিনা কেন তোমার জন্য
থাকে বুক ভরা আমার ভালবাসা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024