শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গাঙচিল

কবিঃ মহীতোষ গায়েন

গাঙচিল উড়ে চলে
উদার আকাশে
খাল বিল নদীনালা
বসন্ত বাতাসে,

ফাগুন কাছে আসে
কাছে আসে সব ফুল
সৃজন এক লিখে যায়
আর করেনা সে ভুল।

এপার ওপার বাংলা
আনন্দ জোয়ারে মাতে,
গাঙচিল উড়ে যায়
সারা দিন রাতে।

সুখে-দু:খ সদা থাকে
মানুষের পাশে,
প্রতিরোধ শুরু হয়
সাথে গাঙচিল আসে।

ও নদী কোথায় যাও
ফিরে এসো তীরে
গাঙচিলও ফেরে
জীবনের নীড়ে।

সব ফুল ফোটে আজ
খুশি চরাচর,
গাঙচিল দেখে না
কে আপন পর।

সব পাখি ফিরে এসে
করে কোলাহল
গাঙচিল হৃদয়েতে
করে চলাচল।

মানুষের জয়গান
করে গাঙচিল,
ভালোবাসা ছড়িয়ে
সে দেয় অনাবিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All Rights Reserved ©2024