শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবে প্রেম করে যেই জন

কবিঃ দেবাশীষ মৃধা

স্নিগ্ধ বিকেল
অমিত আর মিতা বেরিয়ে পরেছে
আজ অনেকে দিন পরে
হাঁটছে শান্ত সমাহিত রাস্তা ধরে,
যাচ্ছে তাদের চিরপরিচিত যায়গায়
নদীর পাঁড়ে।

মিতা ঠিক তখন আস্তে করে হাতটা
বাড়িয়ে দিয়ে ধরলো অমিতের হাত।
এই ধরার মাঝেই যেন পৃথিবীর
সব চাওয়া পাওয়া মিলে গেল,
অনুচ্চারিত সংগীতে বলে উঠলো
পেঁয়েছি! পেঁয়েছি!

দুজনে বসলো গিয়ে গাছের ছায়ায়
একে অপরের মুখোমুখি হয়ে,
বেঁঞ্চিতে।
অমিত আনত মুখে তাকিয়ে আছে নদীর দিকে
আর মিতা দেখছে অদূরে গাছের নীচে
নেচে যাওয়া কাঠ বিড়ালিটিকে।
মিতা দুটো কাঠ বাদাম ছুড়ে দিল
কাঠ বিড়ালিটির দিকে, গভীর যত্নে।
আর কি মহা আনন্দে
চঞ্চল চপল ভংগিতে ও এসে নিয়ে গেল হেঁসে।
অমিত সব দখে শান্ত কন্ঠে বল্লো
মহামানব বিবেকানন্দ বলে গেছেন
“জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর। ”
তুমি ঈশ্বরকেই সেবা করছো মিতা।

ঠিক সেই সময়ে একটা কুকুর ওদের কাছে এলো
ওদের সামনে হাত দুটো জোর করে বসলো
উচাটন চোখে সে ওঁদের দিকে তাকালো
কি যেন বলতে চাইলো,
কুকুরটির দৃষ্টিতে ছিল মায়াভরা গভীরতা।

হঠাৎ কুকুরটি উঠে দাড়ালো,
সে মিতার পাশে রাখা ব্যাগটিকে
মুখে তুলে নিল
তারপর দৌড়ে পালাল।
অমিত আর মিতা ছুটলো পিছু পিছু।
মিতা খুব উচ্চস্বরে বল্লো
“ব্যাগে কোন খাবার নেই,
তুই ব্যাগ দিয়ে যা,
আমি তোকে অনেক খাবার দেব।”
সে শুনলোনা।
কিছুদূর গিয়ে
ব্যাগটাকে ঠিক রাস্তার মাঝখানে রেখে
সে অমিত আর মিতার দিকে ফিরে তাকাল।
যেন বল্লো এসো, এসো, নিয়ে যাও।
ওরা কাছে যেতেই সে আবার ব্যাগ তুলে নিল
এবং ছুটতে লাগলো
আবার থামলো, আবার ছুটলো।
কিছুখনের মধ্যে ওরা একটা
নিকটবর্তি জংগলের মধ্যে এসে পৌঁছলো।
ঠিক তখন
কুকুরটি একটি কুওর কাছে গিয়ে দাড়াল
এবং ওদের দিকে
কি এক উৎসুক দৃষ্টিতে ফিরে তাকালো,
যেন সে পেরেছে, সে পেয়েছে!

কিন্তু ওরা কাছে যেতেই
সে ব্যাগটিকে শুকনো কুওতে ছুড়ে ফেলে দিল।
অমিতের খুব রাগ হলো।
কিন্তু কুকুরটি আনন্দে নেচে উঠলো,
লেজ নাড়ালো, এদিকে ওদিকে ছুটলো
একটুও অপরাধ বোধ অনুভব করলোনা।

অমিত একটু বিরক্ত হয়ে
আস্তে ধীরে নীচে নেমে গেল,
ব্যাগ তোলার জন্য,
সে নেমে অবাক হলো,
দেখলো,
একটা মৃতপ্রায় শিশু সেখানে পড়ে আছে,
কাঁদছে খুব কষ্ট করে,
মুখটা শুকিয়ে গেছে
চোখদুটো গভীরে বসে গেছ।
এক মুহূর্তের মধ্যে
শিশুটিকে সে বুকে তুলে নিল
তারপরে সে আস্তে আস্তে শান্ত দৃষ্টিতে
তাকালো উপরের দিকে,
সে কুকুরটিকে আর দেখতে পেল না
সে দেখতে পেল সত্যিকারের এক ঈশ্বরকে।

অমিত শিশুটিকে তুলে দিল মিতার হাতে
মিতা বুকে জড়িয়ে নিল তাঁকে।
অমিত উপরে উঠে এলো
বুকে তুলে নিল কুকুরটিকে
ঠিক তখন অস্তগামী সূর্য
তাঁর শেষ রশ্মিটুকু দিয়ে
চুম্বন একেদিল ওদের
আনন্দ অশ্রুসিক্ত কপোলে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024