শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টুকাই যখন স্যার

কবিঃ  এস এম শহীদুল্লাহ

পকেটের টাকা খরচ করে,
করলে স্যারের কাজ,
স্যারের কাছে চাইলে টাকা,
মাথায় পরে বাজ।

কাজের আগে ওরে বাবা,
মিষ্টি মধুর বুলি,
কাজের পরে চাইলে টাকা,
করতে চায় গুলি।

স্যারের টাকা অনেক বেশি,
পয়সাওয়ালা ভাই,
বাটপারি করে করছে রুজি,
কোন অভাব নাই।

স্যার তারা সব মুর্খ মানুষ,
অল্প বিদ্যায় কড়ি,
চিটারি করে করছে রুজি,
বাড়ছে সবার ভুড়ি।

টাকা আছে বলেই তাদের ,
সবাই ডাকে স্যার,
আসলে তারা মানুষ রুপী,
বেঈমান জানোয়ার।

টুকাই থেকে হঠাৎ যদি,
হয় কেউ বড়লোক,
এই সমাজের পাতায় পাতায়,
সেই বড় উল্লুক।

শ্রমিকের বেতন অল্প কড়ি,
মাসের শেষে দেয়,
মুখে সবাই মধু ছিটিয়ে,
কাজ করে নেয়।

কাজের আগে অনেক ভালো,
মধুর মিষ্টি ব্যবহার,
কাজ শেষ হলেও সব স্যারের,
মুখটা থাকে ভার।

ভালো লোকের চাকরি করলে,
টাকার অভাব নাই,
খারাপ স্যারের করলে চাকরি,
কষ্টে মাস যায়।

দোকান বাকী ঘর ভাড়া,
পাওনাদারের দেনা,
প্রতিদিন শ্রমিক দিতেই থাকে,
তারিখ শেষ হয়না।

স্যারের জন্য মানুষের সাথে,
করে জবান চুরি,
টাকা দিবো প্রতিদিন বলে
লজ্জায় আহা মরি।

টুকাই যদি হয় বড়লোক,
লোক ঠকিয়ে চলে,
মানুষের ঠকানে সবখানেতে,
জোটক কথাই বলে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024