শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিজিটালের ফেসবুক

কবিঃ শাহী সবুর

হায়রে আমার প্রাণের ফেসবুক
তুই দিলিরে সুখ,
তোর কারণে ভিনদেশীরা
দেখছে আমার মুখ।
অনেক জনায় ভণ্ডামিতে
লিপ্ত তোকে নিয়ে,
তিন ছেলের মা রাতে পোস্ট দেয়
হয়নি কো তার বিয়ে।
প্রৌঢ়ের অনেক পুরুষ
তারই প্রেমে পড়ে,
ঝিমোয় থাকা প্রেমের কাঠি
আবার উঠে নড়ে।
মিথ্যাায় ভরা কিরে কসম
চালায় চাপাবাজী,
কেউ জানে না দুয়ের মনে
রয়েছে কারসাজি।
যৌবন কালের রঙিন ছবি
করে বিনিময়,
ফেসবুকেতে সব সিয়ানা
কমতালে কেউ নয়।
রঙ্গ রসের আলাপনে
ভরে তোলে প্রাণ
একজনা তার হয় মমতাজ
আর একজন শাহাজাহান।
চাপাবাজীর গরম প্রেমে
কাবার করে রাত,
এক প্রেমিকে প্রেম করে যায়
নানান জনের সাথ।
প্রেমিকাও রয় না নীরব
তারও খবর আছে,
সাতটা পুরুষ পাগল করে
রেখেছে তার কাছে।
বাটপারিতে ফেসবুকেতে
সমান পুরুষ নারী,
ডিজিটালে কেউ কাউকে
হারাতে কি পারি?
কবি বলে ডিজিটালে
গ্রাস করলো দেশ,
প্রেম বলে আর নেই তো কিছু
সব হয়েছে শেষ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024