শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তুমি এসো নতুন প্রভাতে

কবিঃ এস এম শহীদুল্লাহ সরকার

রাতের ঘন আধার পেরিয়ে,
যখন নতুন প্রভাত ফিরে,
নতুন প্রভাতের নতুন আলোয়,
ফিরে পাই যেন তোমাকে,
হাসিখুশি মাখা সুন্দর মনে।

বিষাদের বেদনার অবসান টেনে,
নতুন সুখের প্রত্যাশায়,
সোনালী রোদ্দুরের ঝলমলে আলোয়,
তুমি ফিরে এসো,
এক স্বর্গ সুখের প্রতিমা হয়ে।

বাগানের কিছু সুগন্ধি ফুল তুলে,
মালা গেথে তোমার হাতে,
আমাকে উপহার দিও,
আমি সুবাসে বিমোহিত হয়ে,
ভালোবাসবো শুধু তোমাকে।

আমি রইবো তোমার অপেক্ষায়,
যে পথে কোন বাধাঁ নাই,
যেখানে রইবে প্রেমানন্তের বাসনা,
যেখানে রইবে সুখের ঠিকানা,
যেখানে হবে মনের লেনদেনা।

তুমি বসন্তের বাসন্তিকা হয়ে এসো,
যেখানে ফুলের পাপড়ি গুলো,
সুবাস ছড়িয়ে আমোদিত করে,
ভালোবাসার সিক্ত মনের কুঠোরে,
তুমি নতুন এসো নতুন রুপ।

আমি চাইনা অভিমানের স্রোত,
যেখানে দুঃখ কষ্ট হামাগুড়ি খায়,
আমি চাইনা কন্টকাকীর্ণ ফুল,
যেখানে শত আঘাতের যাতনা,
আমি চাই সুখময় জীবনের প্রপাত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024