শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুঃসময়ের বর্ণমালা

কবিঃ মহীতোষ গায়েন

সম্পর্কগুলো কেমন ফ‍্যাকাসে হয়ে আসছে
সময় ও ভাষা হারাচ্ছে তার নন্দন লালিত‍্য,
অসুখের সুখ নিয়ে ভালো আছি অনাবিল
যন্ত্রণার আবেশে কেটেই যাচ্ছে দিবারাত্রি।

বিভিন্ন শব্দ আসছে করুণা কিম্বা তিক্ততার
কিছু শব্দ আপন হয়ে মন ও মননে মিশছে,
কিছু শব্দ তীব্র জ্বালা ধরাচ্ছে সারা শরীরে
কিছু শব্দ প্রেরণা দেয় প্রকৃত আরোগ‍্যের।

রাতের শেষ ট্রেন চলে যায় কষ্টের বুক চিরে;
তোমরা ঘুমিয়ে আছো,অসুস্থ বৃক্ষের পাতা
ঝরা কান্না শুনতে পাও,বুঝতে কি পার তার
চিরায়ত বারোম‍্যাসার অনুভূতির বর্ণমালা?

বাগানে ফুটেছে রঙ্গন ফুল,রঙ্গনের সে সৌন্দর্য
ও আকর্ষণ বিদীর্ণ করে যন্ত্রণাক্লিষ্ট হৃদয়…
দুঃসয়য় জয় করে প্রকৃত মানুষ বাগানে ফোটাবে
হাজার বাহারি ফুল,আমাকে খুঁজে নিও সেখানে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024