শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী

কবি: মরিয়ম চৌধুরী

আমি নারী, আমি স্নেহ, মায়া
মমতার ঝুড়ি।
আমি অজস্র কষ্ট আগলে রেখে
হেসে, হেসে জীবন চালিয়ে
নিতে পারি।

আমি নারী, আমি এক সমুদ্র ভালোবাসা বুকের ভিতরে
লালন করি।
সুখ-দুঃখ, হাসি-কান্নার ভারসাম্যের মাঝে চালাই জীবনের তরী।

আমি নারী, আমার আছে প্রবল ব্যাথা সহ্য করার ক্ষমতা,
আছে একাধিক কার্য সম্পূর্ণ করার দক্ষতা।

আমি নারী, আমি অসহনীয় কষ্ট
সহ্য করতে পারি,
তাইতো অতিমাত্রার প্রসব ব্যাথাকে
জয় করে নিজেকে মেয়ে থেকে মমতাময়ী মায়ে রূপান্তিত করি।

আমি নারী, আমি অনেক গুণের অধিকারী, আমি কখনওবা বাবার দুলালী মেয়ে,কখনো আবার ভাইয়ের আদরের বোন,
কখনো প্রেমময় স্ত্রী আবার কখনো বা মমতাময়ী মা।
আমি নারী, আমি ভালবাসার জীবন্ত প্রতিমা।

সৌন্দর্য, নির্ভরশীলতা, সহনশীলতা ও আনুগত্যের প্রতিমূর্তি হিসেবে
আমি একজন নারী
আমি অনেক রুপের অধিকারী।

নারী বলে আর কখনো নারীকে
করো না অবমাননা।
নারী এখন দিচ্ছে পাড়ি আকাশের সীমানা। প্রতিটি নারীর স্বপ্ন সফল হোক এই শুভ কামনা ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024